ভাই না বলে নাম ধরে ডাকায় এক যুবককে বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পাঁচ জনের বিরুদ্ধে। শুধু তাই নয়, ‘ভাই’ বলে না ডাকার ‘অপরাধে’ ওই যুবককে মাটিতে ছুড়ে ফেলা বিস্কুট তুলে খেতেও বাধ্য করা হয়। ভারতের পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘরে ঘরে মদ পৌঁছে দিতে সরকারি উদ্যোগ!
জিনিউজের প্রতিবেদনে বলা হয়, পিম্পরি-চিঞ্চওয়াড়ের থেরাগাঁও এলাকায় আড্ডা দিচ্ছিল দুই কিশোরসহ পাঁচ জন। এ সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক যুবক। এলাকারই ওই যুবক কিশোরদের এক জনের নাম ধরে ডাকেন। আর তাতেই বেজায় চটে যান তারা। তৎক্ষণাৎ ওই যুবককে দাঁড় করান। ভাই বলে না ডেকে কেন নাম ধরে ডেকেছেন তিনি তার কৈফিয়ৎ চাওয়া হয়।
আরও পড়ুন: গণধর্ষণের পর চুল কেটে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হলো তরুণীকে
তারপর হঠাৎ তাদের মধ্যে এক জন বেল্ট খুলে মারতে শুরু করেন যুবককে। বাকি চার জনও ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর ওই যুবককে রাস্তায় ছুড়ে ফেলে দেয়া বিস্কুট মুখে করে তুলতে বাধ্য করা হয়।
/এনএএস
Leave a reply