ডিজেএফবি’র সভাপতি হামিদ, সাধারণ সম্পাদক শাহীন

|

ছবি: সংগৃহীত।

পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন হামিদ-উজ-জামান (যুগান্তর)। আর সাহানোয়ার সাইদ শাহীন (বণিক বার্তা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী নতুন কমিটি গঠিত হয়। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মাসুম বিল্লাহ (শেয়ার বিজ), যুগ্ম-সম্পাদক পদে মফিজুল সাদিক (জাগোনিউজ২৪.কম), অর্থ সম্পাদক পদে সাইদ রিপন (ঢাকাপোস্ট), দপ্তর সম্পাদক পদে এম আর মাসফি (দৈনিক সময়ের আলো) এবং প্রচার ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল ইসলাম (রাইজিংবিডি.কম)।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এদিন বিকেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ অতিথি ছিলেন।

ডিজেএফবি’র সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের ফয়সাল (সময় টেলিভিশন) এবং সদস্য পদে যথাক্রমে মোহাম্মদ জাকারিয়া (বিজনেস পোস্ট), তানজিলা খানম নিঝুম (মোহনা টেলিভিশন) ও সুশান্ত সিনহা (দেশ টিভি) নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ৫২ জন সদস্য ভোট দেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া শাহীন সর্বোচ্চ ভোট (৪৫টি) পেয়েছেন।
ভোটে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইআরএফের সহ-সভাপতি ও এএফপি’র ব্যুরো প্রধান মুহাম্মদ সফিকুল আলম। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম হাসিব ও বিডি নিউজের সিনিয়র রিপোর্টার মইনুল হক চৌধুরী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply