সিমন্সের সেঞ্চুরির জবাবে ঝড় তুললেন তামিম

|

ঝড় তুলেছেন তামিম ইকবাল।

লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে সিলেট সানরাইজার্সের করা ১৭৫ রানের জবাবে মাঠে ঝড় তুলেছেন মিনিস্টার গ্রুপ ঢাকার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সেই সাথে অ্যাংকর রোলে মোহাম্মদ শেহজাদও দিচ্ছেন দারুণ সঙ্গ। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ ১৩.৫ ওভার শেষে বিনা উইকেটে ১৪২ রান। জয়ের জন্য ঢাকার প্রয়োজন ৩৭ বলে ৩৪ রান, হাতে আছে সবকটি উইকেট।

স্লো স্ট্রাইক রেটের তকমা এঁটে যাওয়া তামিম ইকবালই আজ দেখাচ্ছেন স্ট্রোকের ফুলঝুরি। সইলেটের বোলারদের ইকোনমি রেট দুই অঙ্কের ঘরে নিয়ে গিয়ে বড় রান তাড়া করার ঢাকাকে জয়ের পথেই রেখেছেন তামিম। এখনও পর্যন্ত ১৫টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকানো তামিম অপরাজিত আছেন ৫৩ বলে ৯৪ রান নিয়ে। অপর ওপেনার মোহাম্মদ শেহজাদের সংগ্রহ ৩১ বলে ৪২ রান।

এর আগে, লেন্ডল সিমন্সের ব্যাটিং তাণ্ডবে টস হেরে ব্যাট করে ১৭৫ রানের বড় সংগ্রহ গড়ে সিলেট সানরাইজার্স। ক্যালিপ্সো ছন্দে ৬৫ বলে ১১৬ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হন সিমন্স। তার এই ইনিংসে রয়েছে ১৪টি চার ও ৫টি ছয়।

আরও পড়ুন: এক শহরেই হতে যাচ্ছে আইপিএল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply