Site icon Jamuna Television

বাণিজ্যমেলায় বাড়ছে দর্শনার্থীর আনাগোনা

বাণিজ্যমেলায় সকাল থেকেই বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। ক্রেতা আকর্ষণের তালিকায় উপরের দিকেই আছে ইলেকট্রনিকস সামগ্রী। মিলছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসও। বিদেশি স্টলগুলোতেও খোঁজ-খবর নিচ্ছেন অনেকে।

বাণিজ্যমেলায় দেশীয় ইলেকট্রনিকস সামগ্রীর স্টলগুলোতে ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় বাড়ছে। অনেকেই তাদের পছন্দের পণ্য মেলা থেকেই কিনছেন। মেলার শুরু থেকেই যমুনা গ্রুপের প্রিমিয়াম স্টলে সব পণ্যে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। পাশাপাশি মিলছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস।

বিদেশি পণ্যের মান পরীক্ষা করে দেখছেন ক্রেতা ও দর্শনার্থীরা। বিপুল পরিমাণ দর্শনার্থী থাকলেও আশানুরূপ হচ্ছে না কারুপণ্যের বিক্রি।

/এডব্লিউ

Exit mobile version