সীমান্তে মেডিকেল সামগ্রীর সাপ্লাইসহ ব্লাড ব্যাংক বানিয়েছে রাশিয়া: গোয়েন্দা রিপোর্ট

|

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা অবস্থানের ছবি। (স্যাটেলাইট থেকে নেয়া)

ইউক্রেন সীমান্তে রক্তের ব্যাগ ও মেডিকেল সামগ্রী জমা করছে রাশিয়া, এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। খবর রয়টার্সের।

শুক্রবার (২৮ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সীমান্তে স্থাপিত সামরিক স্থাপনাগুলোয় রক্ত ও অন্যান্য মেডিকেল সামগ্রী জড়ো করছে রাশিয়া। ধারণা করা হচ্ছে সম্ভাব্য সংঘর্ষে আহত সেনাদের শুশ্রুষায় এসব মেডিকেল সামগ্রী ও রক্ত ব্যবহার করা হবে।

যুদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই, এমনটা বারবার বললেও মেডিকেল সামগ্রী ইস্যুতে আরও একবার পশ্চিমাদের কপালে দুঃশ্চিন্তার ঘাম জমিয়েছেন ভ্লাদিমির পুতিন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্কিন সরকার ও ন্যাটোর অতিরিক্ত টেনশনকে ক্ষতিকর উল্লেখ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমারা অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। আর যুক্তরাষ্ট্র মনে করে, সীমান্তে এক লাখ রুশ সেনার উপস্থিতিতে জেলেনস্কিরই উচিৎ আতঙ্কে থাকা।


\এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply