বিপিএলে দিনের প্রথম ম্যাচে মেহেদী হাসান রানার দুর্দান্ত বোলিংয়ে খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের দেয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করে মেহেদী রানার বোলিং তোপে ১২৪ রানেই অলআউট হয় মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।
খুলনার দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার ফিরে যান মুজিব উর রেহমানের করা ইনিংসের প্রথম ওভারেই। সেই থেকএই শুরু খুলনার সংগ্রামের। এরপর মুশফিকুর রহিম ছাড়া আর কোনো ব্যাটারই পারেননি লড়াই করতে। অধিনায়ক মুশফিক করেন ইনিংস সর্বোচ্চ ৪০ রান। সেই সাথে ইয়াসির আলির ২৩, থিসারা পেরেরার ৯ বলে ১৯ রানে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল খুলনা। কিন্তু মেহেদী হাসান রানার দুর্দান্ত বোলিংয়ে বরিশালের রান থেকে ১৭ রান দূরে থাকতে ১ ওভার বাকি রেখেই অলআউট হয় মিশফিকের দল।
আরও পড়ুন: কাজে লাগেনি গেইল ঝড়, মাঝারি সংগ্রহ বরিশালের
এর আগে, ক্রিস গেইলের ৪৫ রানের ওপর ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। ম্যাচ সেরা নির্বাচিত হন মেহেদী হাসান রানা।
আরও পড়ুন: ছুটি নিয়েই বিধ্বংসী রূপে তামিম, এক সেঞ্চুরিতে রেকর্ডের পসরা
Leave a reply