ফল মেনে নেয়নি নিপুন, পুনরায় ভোট গণনার আবেদন

|

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল মেনে নেয়নি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুন। এ অভিনেত্রী শনিবার (২৯ জানুয়ারি) শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন।

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে শুক্রবার দিনভর হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন নিপুণ আক্তার; জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট; নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

আপিল বোর্ড জানিয়েছে, নিপুনের আপিলের বিষয়টি তারা পর্যালোচনা করে দেখছেন। আপিল বোর্ডের চেয়ারম্যান নির্মাতা সোহানুর রহমান; পাশাপাশি আপিল বোর্ডে সদস্য হিসেবে আছেন নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী ও প্রযোজক মোহাম্মদ হোসেন।

প্রসঙ্গত, এই নির্বাচনে ভোটার সংখ্যা ৪২৮। তবে ৩৬৫টি ভোট পড়ে নির্বাচনে। কিন্তু সম্পাদকীয় পদে ২৬টি ভোটে বাতিল হয়েছে। বিপরীতে সদস্য পদে ১০টি ভোট বাতিল হয়।

জয়ের পর ইলিয়াস কাঞ্চনের প্রতিক্রিয়া জানতে পড়ুন: ‘অন্য প্যানেলের বিজয়ীদের সহায়তার ওপর নির্ভর করছে আমার সাফল্য’

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply