বিপিএলের মাঝপথে পল নিক্সনের প্রস্থান, অধিনায়কত্ব হারালেন মিরাজ

|

ছবি: সংগৃহীত

বিপিএল এর মাঝপথেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব ছেড়ে দেশে ফিরে গেছেন দলটির হেড কোচ পল নিক্সন। তবে যাওয়ার আগে মেহেদী হাসান মিরাজের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব তিনি দিয়ে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার নাইম ইসলামকে।

জানা গেছে, মূলত নিজ কাউন্টি দল লিস্টারশায়ারের ডাকে সাড়া দিয়েই দেশে ফিরে গেছেন এই ব্রিটিশ কোচ। আজ (২৯ জানুয়ারি) বাংলাদেশ ছেড়েছেন নিক্সন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির জানান, লিস্টারশায়ার থেকে জরুরি ফোন কল পেয়েই চলে যান নিক্সন, যে দলের হেড কোচ হিসেবে ২০১৭ সাল থেকেই দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে যাওয়ার আগে ফ্র্যাঞ্চাইজিকে পরামর্শ দিয়ে গেছেন যে, মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মুক্ত অলরাউন্ডার হিসেবে খেলার স্বাধীনতা দেয়া উচিত।

নিক্সনের জায়গায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর নতুন হেড কোচ এখন শন টেইট । টুর্নামেন্টের বাকি অংশ তিনিই সামলাবেন দলটির দায়িত্ব। এদিকে, পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দলটি পরিবর্তন এনেছে তাদের অধিনায়কত্বে। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ নাইম ইসলামকে।

আরও পড়ুন: ছুটি নিয়েই বিধ্বংসী রূপে তামিম, এক সেঞ্চুরিতে রেকর্ডের পসরা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply