২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ফল প্রকাশিত হয়েছে। xiclassadmission.gov.bd-এ ওয়েবসাইটে প্রকাশিত ফল পাওয়া যাচ্ছে।
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৩০ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি তারিখ সন্ধ্যা ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮/= টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ ফেব্রুয়ারি হতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ২৩ জানুয়ারি। আগামী ২ মার্চ থেকে একাদশের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
/এনএএস
Leave a reply