ভারতের বিপক্ষে ১১১ রানেই গুঁড়িয়ে গেলো যুবা টাইগাররা

|

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ১১১ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে ১০ উইকেট হারিয়ে এই সংগ্রহ করে বাংলাদেশ।

এর আগে, অ্যান্টিগায় টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায় ভারত। যেখানে প্রথম বলেই সাজঘরে ফিরতে পারতেন মাহফিজুল ইসলাম। যদিও সেই জীবন কাজে লাগাতে পারেননি। ব্যক্তিগত ২ রানেই তাকে ফিরতে হয় রাভি কুমারের বলে। শুরুর ধাক্কা সামলে উঠতে পারেনি যুবা টাইগাইররা। আরেক ওপেনার ইফতেখারও শিকার হন রাভির।

এরপর মেহেরব ও আশিকুরের ব্যাটে কিছুটা আশা দেখলেও ব্যক্তিগত ৩০ রানে রাঘুবনশির বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে গেলে আশিকুর লড়াই চালিয়ে যান। একপাশ আগলে রেখে লড়াই করে যাচ্ছিলেন আশিকুর। ব্যক্তিগত ১৬ রানে তিনি আউট হয়ে ফিরে গেলে পরে ১১১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ভারতের হয়ে সর্বোচ ৩ উইকেট নেন রাভি কুমার। ভিকি ওশওল নেন ২ উইকেট ও কৌশল, রাঘুবনশি এবং রাজবর্ধন নেন ১টি করে উইকেট।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply