Site icon Jamuna Television

বিচ্ছেদের পর আবার কাছাকাছি সুস্মিতা এবং রোমান?

সুস্মিতা সেন ও রোমান। ছবি: সংগৃহীত।

তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মাসখানেক আগে। আবার একসঙ্গে দেখা গেল রোমান শল এবং সুস্মিতা সেনকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, দুইজনকে সুস্মিতার বাড়ির তলায় একসঙ্গে দেখা গেছে।

গত ২৩ ডিসেম্বর সুস্মিতা তার সঙ্গে রোমানের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রেম রয়ে গিয়েছে। শেষে অনুরাগীদের উদ্দেশে ভালবাসা জানিয়ে ‘দুগ্গা দুগ্গা’ ধ্বনি তুলেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, প্রাক্তন যুগলকে বলিউড অভিনেত্রীর বাড়ির তলায় আধাঘণ্টা কথা বলতে দেখা যায়। তার পরে রোমান প্রাক্তন বিশ্বসুন্দরীর বাড়িতে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে থাকার পরে দু’জনে মিলে গাড়িতে বেরিয়ে যান।

সুস্মিতার দুই দত্তককন্যা রেনে এবং আলিশার সঙ্গে রোমানের সম্পর্ক খুবই ভালো। সুস্মিতার পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে রোমানের। সূত্রের দাবি, এই সম্পর্ক কোনো দিনও নষ্ট হবে না।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, প্রাক্তন যুগল একসাথে সময় কাটাচ্ছেন নিজেদের সময় দেয়ার জন্য? নাকি আবার এক হবেন তারা?

আরও পড়ুন- জিতেও মন ভালো নেই জায়েদ খানের, জানালেন মিশার সঙ্গে তার কেমন সম্পর্ক
এনবি/

Exit mobile version