মিসরের দর্শনীয় স্থানগুলো কোথায়, কী রয়েছে সেখানে, টিকিটের দামই বা কতো? এইসব প্রশ্নের উত্তর মিলবে বিশেষ এক পোশাকের মাধ্যমে। এমন পোশাক তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন দেশটির এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মূলত ফারাওনিক ডিজাইনের বিশেষ পোশাকে বসানো হয়েছে বারকোড। যা স্ক্যান করলেই ফোনে ভেসে উঠবে প্রয়োজনীয় সব তথ্য।
মিসেরের পরতে পরতে রয়েছে ইতিহাস, ঐতিহ্য আর সভ্যতার ছাপ। এসবের প্রতি আগ্রহের কমতি নেই দেশি-বিদেশি ভ্রমণ পিপাসুদের। তবে ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে জরুরি, কোথায় কী রয়েছে সেই তথ্য জানা। কিন্তু এ জন্য আর গুগল করতে হবে না, দেশটির গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান সম্পর্কে পর্যটকদের কাছে খুব সহজে তুলে ধরতে বারকোড ছাপা বিশেষ পোশাক তৈরি করেছে মিসরীয় শিক্ষার্থী আলা আহমেদ।
তরুণ এই ডিজাইনার জানান, জামার ডিজাইনের সাথে মিলিয়ে কোড ব্যবহার করেছেন তিনি। এর মধ্যে মিসরের পর্যটন সম্পর্কে সব ধরনের তথ্য দেয়া আছে। মোবাইল ফোনের মাধ্যমে যে কেউ স্ক্যান করলেই সব তথ্য ভেসে উঠবে। অন্তত তিনটি ভাষায় দর্শনীয় স্থানের ইতিহাস সম্পর্কেও জানতে পারবে সবাই।
এই শিক্ষার্থী জানান, পোশাকে ফারাও সভ্যতার সময়ের সব চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে। বললেন, পর্যটকদের আকৃষ্ট করতে আরও একটি তথ্য মূলক ফিচার তৈরি করেছেন তিনি, যার মাধ্যমে একদিনের মধ্যে কোথায় কোথায় ঘুরতে পারবে, সেখানকার ঠিকানা, টিকিটের দাম সবই থাকবে। ফলে আলাদা করে কোনো গাইডের প্রয়োজন হবে না।
তবে আগামীতে আরও তথ্য যোগ করতে চান তিনি। তার প্রত্যাশা, তথ্য প্রযুক্তির যুগে তার এই আবিষ্কার গোটা বিশ্বে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে।
/এডব্লিউ
Leave a reply