রাজশাহীতে ঘরে ঘরে সর্দিজ্বর, বেড়েই চলেছে সংক্রমণ

|

ঘরে ঘরে লেগে আছে জ্বর, সর্দি। করোনা হয়েছে কিনা তা নিশ্চিত হতে সবাই পরীক্ষাও করাচ্ছেন না। তারপরও যারা করাচ্ছেন, তাতেই রাজশাহীতে নমুনার বিপরীতে কোভিড শনাক্তের হার ৭০ শতাংশের কাছাকাছি। সে তুলনায় হাসপাতালে ভর্তির হার এবার কম। তা থেকে চিকিৎসকদের সন্দেহ, করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট বেড়েছে। বিষয়টি নিশ্চিত হতে স্বাস্থ্য অধিদফতর জিনোম সিকোয়েন্সের উদ্যোগ নিয়েছে।

ওমিক্রনের চোখ রাঙানিতে বছর শুরু হয়েছিল রাজশাহীবাসীর। মাসের প্রথম ভাগে শনাক্ত সিঙ্গেল ডিজিটে থাকলেও শেষের দিকে তা সত্তর শতাংশের ঘর ছুয়েছে। রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলছেন, এবছর সংক্রমণের হার এখন পর্যন্ত সর্বোচ্চ। যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিনই।

চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩০ জন। এর মধ্যে উপসর্গে ২৪ আর পজিটিভ হয়ে প্রাণ গেছে ৬ রোগীর। তবে এবার হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা খুবই নগন্য, বলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।

বেশি সংখ্যক আক্রান্ত হলেও শারিরিক জটিলতা ধরা পড়ছে কম। সিভিল সার্জনের ধারণা বেশিরভাগই নতুন ধরন ওমিক্রনের শিকার। আক্রান্তের সংখ্যা চূড়ায় পৌঁছালেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা সবখানে। কম উপসর্গ বা জটিলতার কারণে সবাই পরীক্ষা করাচ্ছেন না। তার ওপর স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দুশ্চিন্তায় ফেলেছে প্রশাসনকে।

এদিকে, রাজশাহীতে ডেলটা না ওমিক্রনের আধিপত্য সেটি জানতে জিনোম সিকোয়েন্সের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply