বলিভিয়ায় যাত্রীবাহী একটি বাস ১ হাজার ৩০০ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বাসটিতে কত জন যাত্রী ছিলেন তাৎক্ষণিক তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
কোছাবামবা ট্রাফিক পুলিশের প্রধান রেনেসো এলউইস মারকাডো বলেন, বাস দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের মধ্যে বাসটির চালকও আছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। দুর্ঘটনা নিয়ে আমাদের সন্দেহ দূর করার কাজে চালক আমাদের সাহায্য করতে পারবেন।
বলিভিয়ার জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেয়া এক হিসাব অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৯৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: বাধ্যতামূলক ভ্যাকসিনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়া
ইউএইচ/
Leave a reply