ট্রাক চালকদের বিক্ষোভে অচল কানাডার রাজধানী অটোয়া। বাধ্যতামূলক করোনা ভ্যাকসিন গ্রহণ করতে হবে, সরকারের এই কঠোর বিধিমালার প্রতিবাদে ধর্মঘট আহ্বান করেন তারা।
‘ফ্রিডম কনভয়’ ব্যানারে ছিল এ আয়োজন। তাতে, সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাতায়াতকারী ট্রাক চালকরা প্রথমে যোগ দিলেও পরে সেটি গণ-আন্দোলনে রূপ নেয়। তাদের অভিযোগ, মহামারি মোকাবেলার অজুহাতে নিজস্ব সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে জাস্টিন ট্রুডো সরকার। কাউকে টিকাগ্রহণে বাধ্য করা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন, অভিযোগে এমনটাও জানিয়েছে বিক্ষোভকারীরা। এ সময়, ট্রাক দিয়ে সড়ক অবরোধের পাশাপাশি বিকট শব্দে হর্ন বাজিয়ে তারা প্রতিবাদ জানান।
দেশটির ৯০ শতাংশ ট্রাক চালক গ্রহণ করেছেন টিকা। কারণ, তারা সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রে। এছাড়া, কানাডার ৭৭ ভাগ জনগোষ্ঠী এসেছেন টিকাদানের আওতায়।
আরও পড়ুন: বাধ্যতামূলক ভ্যাকসিনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়া
Leave a reply