গুয়াতেমালায় অভিযান, মানব পাচারকারী দলের ১০ সদস্য গ্রেফতার

|

ছবি: সংগৃহীত

গুয়াতেমালায় সাঁড়াশি অভিযান চালিয়ে মানব পাচারকারী দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গেলো দু’দিন ধরে দেশটির পশ্চিমাঞ্চলে চলে এই ধরপাকড়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন পুরুষ, দুজন নারী। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে, ২০২১ সালে তারা মেক্সিকোয় পাচার করেছিল ১৯ জন অভিবাসনপ্রার্থীকে। যাদের মধ্যে, সীমান্ত সংঘাতে প্রাণ হারান কমপক্ষে ১৬ জন। পরে, ছিন্ন-বিচ্ছিন্ন এবং গুলিবিদ্ধ অবস্থায় তাদের মরদেহ উদ্ধার হয় সীমান্তের দুর্গম এলাকায়। ধারণা করা হয়, মেক্সিকান পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন গুয়াতেমালার ঐ অভিবাসনপ্রার্থীরা।

প্রসঙ্গত, প্রতি বছর উন্নত জীবনের খোঁজে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মধ্য আমেরিকার হাজার হাজার মানুষ। তাদের পার হতে হয় মেক্সিকো সীমান্ত।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply