স্বাস্থ্যঝুঁকিতে থাকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাপ্রদান শুরু করলো ব্রিটেন। রোববার (৩০ জানুয়ারি) থেকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেয়া হচ্ছে।
মৃগীরোগ থাকা ১১ বছরের এক শিশুকে টিকাদানের মাধ্যমে শুরু হয় টিকাপ্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম। স্বাস্থ্যঝুঁকিতে থাকা শিশুদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ফাইজারের টিকা ‘কোমিরনাটি’র ছাড়পত্র দেয়া হয় ডিসেম্বরে। দু’মাসের ব্যবধানে শিশুরা পাবে দু’ডোজ ভ্যাকসিন। এই ভ্যাকসিনের পরিমাণ ১০ মাইক্রোগ্রাম, যা প্রাপ্তবয়স্কদের দেয়া টিকার এক-তৃতীয়াংশ।
আরও পড়ুন: বাধ্যতামূলক ভ্যাকসিনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়া
প্রসঙ্গত, গত শনিবারও ব্রিটেনে ৭৩ হাজারের কাছাকাছি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। এদিন, মৃত্যুবরণ করেন ২৯৬ জন।
আরও পড়ুন: করোনায় আরও সাড়ে ৭ হাজার প্রাণহানি
Leave a reply