কার রেসিংয়ে বাংলাদেশি রেসার আইমান সাদাতের আন্তর্জাতিক সাফল্য

|

এনজিকে ইউএই প্রো কার চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছেন আইমান সাদাত।

মোটরকার রেসিংয়ে আবারও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেলেন বাংলাদেশি রেসার আইমান সাদাত। এবার এনজিকে ইউএই প্রো কার চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের এই রেসার।

২০১৯ সালে কার রেসিংয়ে দেশের হয়ে প্রথম স্বীকৃত আন্তর্জাতিক সাফল্য পান আইমান সাদাত। সেবার ভারতের চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপের জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতে আইমান সাদাত পান প্রথম আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য।

এবার সেই আইমান সিনিয়র পর্যায়ে পেলেন সাফল্য। সংযুক্ত আরর আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত প্রো কার চ্যাম্পিয়নশিপে নিজের ঝলক দেখিয়েছেন আইমান সাদাত। দুবাই অটোড্রম রেসিং ট্র্যাকে ক্লাস টু ক্যাটাগরিতে দুটি রেসে অংশ নিয়ে দুটিতেই দ্বিতীয় হবার কীর্তি গড়েন চট্টগ্রামের সাদাত। প্রথমবার অংশ নিয়েই এই সাফল্যকে খুবই ভালো হিসেবে মূল্যায়ণ করছেন সংশ্লিষ্টরা।

নিজের এই সাফল্যের পর আইমান সাদাত সামজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সাথে, তার উন্নতিতে ভূমিকা রাখা বড় ভাই আফফান সাদাতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আইমান সাদাত।

আরও পড়ুন: তামিমের সিদ্ধান্ত ব্যক্তিগত, তবে চলছে আলোচনা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply