মাদ্রিদ মহারণ দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ফুটবল সুপারস্টার নেইমার। ইনজুরি থেকে সেরে উঠতে লড়াই চালিয়ে যাচ্ছেন এই ফুটবল তারকা।

গত নভেম্বরে বাঁ পায়ের লিগামেন্টের চোটের কারণে দল থেকে ছিটকে যান নেইমার। এরপরেই অনেকটা সময়জুড়ে তিনি আছেন মাঠের বাইরে। তবে এরইমধ্যে তিনি যোগ দিয়েছেন ইনডোর অনুশীলনে। মরিসিও পচেত্তিনোর একাদশে ফিরতে মরিয়া হয়ে আছেন নেইমার। সামর্থ্যের শতভাগ উজাড় করে তৈরি করছেন নিজেকে। লক্ষ্য ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে নিজেকে ফিট করে তোলা।

আরও পড়ুন: ট্রায়োরেকে দলে ভেড়ালো বার্সা

পার্ক দ্য প্রিন্সেসে আর ১৬ দিন পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। ক্লাবটি আত্মবিশ্বাসী, সেই ম্যাচের আগেই ম্যাচ ফিটনেস অর্জন করতে পারবেন নেইমার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার আগে রেনের বিপক্ষে ১১ ফেব্রুয়ারি কিছুটা প্লেয়িং টাইম পাবেন নেইমার, এই আশা করছেন ক্লাবটির কোচিং স্টাফরা।

আরও পড়ুন: আর্জেন্টিনার ডাগআউটে ফিরছেন স্কালোনি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply