প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফর করছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। ইরানের সাথে বিশ্ব শক্তির দেশগুলোর স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বৈশ্বিক প্রচেষ্টা এবং এ নিয়ে আঞ্চলিক তীব্র উত্তেজনার মাঝে রোববার (৩০ জানুয়ারি) আমিরাত সফরে গেছেন তিনি।
২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকে চুক্তি স্বাক্ষর হয়। মধ্যপ্রাচ্যে ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে একই ধরনের উদ্বেগ রয়েছে উপসাগরীয় অঞ্চলের এ দুই দেশ এবং ইসরায়েলের।।
আরও পড়ুন: জনসভায় নাচলেন ট্রাম্প
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিয়াদ এবং ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইসরায়েল বলছে, সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তারা। এর আগে, গত বছরের ডিসেম্বরে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফর করেন।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক রোববার রাজধানী আবু ধাবিতে পৌঁছালে তাকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
/এনএএস
Leave a reply