নাটোরে সড়ক দুর্ঘটনায় জেলা ফুটবল দলের গোলরক্ষকের মৃত্যু

|

ডান পাশে নিহত সাফায়েত হোসেন ফারদিন।

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা ফুটবল দলের গোলরক্ষক সাফায়েত হোসেন ফারদিন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৫ জন।

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের বড়হরিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত হোসেন শহরের বড়গাছা এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, জেলা ফুটবল দলের গোলরক্ষক সাফায়েত ও তার বন্ধু শৈবাল আহমেদ দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে নাটোর-রাজশাহী মহাসড়কের বড়হরিশপুর এলাকায় তাদের মোটরসাইকেলের সাথে রাজশাহী থেকে নাটোরগামী রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সাফায়াত ও শৈবাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় উভয় যানবাহনের অন্তত ৫ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফায়েতকে মৃত ঘোষণা করেন। শৈবালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply