করোনামুক্ত হয়েছেন ভারতের গায়িকা লতা মঙ্গেশকর। সেই সাথে নিউমোনিয়াকেও হারিয়েছেন ৯২ বছর বয়সী এই সংগীত শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। খবর আনন্দবাজার পত্রিকার।
রোববার (৩০ জানুয়ারি) তিনি করোনামুক্ত হয়েছেন বলে জানা গেছে। গত তিন দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন লতা এমনটি জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে গত ৮ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতাকে। তার শারীরিক পরিস্থিতির কথা ভেবে সে দিনই গায়িকাকে আইসিইউতে ভর্তি করা হয়।
এসজেড/
Leave a reply