ইয়েমেন যুদ্ধে নিহত হুতিদের ১০ হাজার শিশু সেনা

|

হুতি বিদ্রোহীদের প্রায় দুই হাজার শিশু সেনা নিহত হয়েছে ইয়েমেন যুদ্ধে। রোববার (৩০ জানুয়ারি) জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল এমন তথ্য প্রকাশ করেছে। তারা বলছে, ২০১৫ সাল থেকে শুরু হওয়া ইয়েমেন যুদ্ধে ১০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।

৩০০ পৃষ্ঠার এক প্রতিবেদনে তারা জানায়, ২০২০ সালে ইয়েমেন যুদ্ধে প্রাণ হারায় প্রায় দেড় হাজার শিশু সেনা। পরের বছর সংখ্যাটি ছিল ৫৬২। নিরাপত্তা পরিষদে পাঠানো প্রতিবেদনে বিশেষজ্ঞরা আরও বলেন, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এখনও শিশুদের মোতায়েন করছে যুদ্ধে। নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠায় তারা মসজিদ-মাদ্রাসার মতো ধর্মীয় জায়গাগুলোকে কাজে লাগাচ্ছে বলেও ওই প্রতিবেদন বলছে।

২০১৫ সাল থেকে শুরু সরাসরি সংঘাতে প্রাণ হারিয়েছে লাখো প্রাপ্তবয়স্ক। আর কোটিরও বেশি মানুষ হয়েছে বাস্তুচ্যুত। এমন পরিস্থিতিতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দেশটি। যুদ্ধে শিশু সেনা মোতায়েনের আহ্বান না মানলে নিষেধাজ্ঞা আরোপ করার সুপারিশ জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলটির।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply