ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট খুইয়েছে চেলসি। এবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে যদিও শুরুতে গোল হজম করতে হয়েছিলো স্বাগতিকদেরই। ১৭ মিনিটে পিছিয়ে পড়লেও দাপটের সাথে ঘুরে দাড়ায় গানাররা। স্কোরশিটে নাম তোলেন পিয়েরে এমরিক আবেমেয়াং ও ড্যানি ওয়েলব্যাক।
১-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর অস্টিনের গোলে সমতায় ফেরে সাউদাম্পটন। কিন্তু ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের হতাশ করেননি ওয়েলব্যাক। এই ইংলিশ ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় আর্সেনালের।
এরফলে ২০১৭’র মে মাসের পর টানা ৬ ম্যাচে জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গার শীষ্যরা। যদিও ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নাম্বারে গানাররা।
একই রাতে স্ট্যামফোর্ড ব্রিজে এগিয়ে থেকেও জয়ের দেখা পেলোনা ধুঁকতে থাকা চেলসি। ৩৬ মিনিটে ডিফেন্ডার অ্যাসপিলিকোয়টার গোলে লিড নেয় ব্লুরা। কিন্তু হ্যাভিয়ের হার্নান্দেজের গোলে ম্যাচের শেষ দিকে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম।
এই ম্যাচে জয় হাতছাড়া হওয়ায় ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান অ্যান্তোনিয়ো কন্তের চেলসির।
Leave a reply