বেতন ছাড়বেন না জেমি ডে, সমঝোতায় যেতে চায় বাফুফে

|

মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সদ্য বিদায়ী কোচ জেমি ডে। বাফুফে বলছে জেমি ডেকে পরবর্তী ছয় মাসের বেতন না দিয়েই সমঝোতায় পৌঁছানো হবে। আর জেমির দাবি মিথ্যাচার করছে বাফুফে। আগামী ছয় মাসের বেতনের দাবিও ছাড়ছেন না এই ব্রিটিশ কোচ।

এখনও কাগজে কলমে জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। আগস্ট পর্যন্ত রয়েছে তার চুক্তির মেয়াদ। এর মধ্যেই দেয়া হয়েছে নতুন কোচ নিয়োগ। তাহলে কি বিনা কাজেই বেতন ভোগ করবেন জেমি?

এনিয়ে অবশ্য আশার বাণী শুনিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তার বক্তব্য অনুযায়ী জেমির সাথে সমঝোতার চেষ্টা চলছে। তাকে বেতন দেয়া লাগবে না। বাফুফে এই সমঝোতার খুব কাছাকাছি বলে জানালেন তিনি।

কিন্তু ভিন্ন দাবি জেমি ডের। বাফুফের সাধারণ সম্পাদকের বক্তব্যকে মিথ্যা বলেও দাবি তার। পাশাপাশি চুক্তি অনুযায়ী বেতনের দাবি ছাড়ছেন না এই কোচ।

তাহলে বাফুফে যে বলছে সেটেলমেন্টের একেবারে চূড়ান্তে তারা। দেয়া লাগবে না আগামী ছয় মাসের বেতন। সেটির ভিত্তি কোথায়? বাংলাদেশের ফুটবলে আগ্রহীদের কৌতুহলের বিষয় এটিই।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply