জোরপূর্বক ভোটারদের ভোট দিয়ে দেয়ার অভিযোগ আনসার সদস্যের বিরুদ্ধে

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের সেনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট নিজেরাই দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভোটাররা। তাদের অভিযোগ, বুথে তাদের ভোট দিয়ে দিচ্ছেন দায়িত্বরত এক আনসার সদস্য।

এনিয়ে ভোটার সরফুন নাহার সাথী বলেন, আমি ভোট দিতে গেলে জোরপূর্বক আমার ভোট নৌকায় দিয়ে দিচ্ছে আনসার সদস্য। পরে আমাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। একই অভিযোগ করেছেন অন্যান্য ভোটাররাও।

তবে অভিযুক্ত আনসার সদস্য কবির মিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন, ইভিএমে ভোট যারা দিতে পারছেন না, তাদের সহযোগিতা করা হচ্ছে। আমি কারো ভোট দিচ্ছি না। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।

আরও পড়ুন: ভোট কেন্দ্রে যাবার পথে প্রার্থীর মৃত্যু

এ নিয়ে সেনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইটিং কর্মকর্তা শহিদুর রহমান বলেন, কোনো প্রকার জোরপূর্বক ভোট দেয়া হচ্ছে না। যারা বুঝতে পারছেন না তাদের ভোট দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপে ইভিএমের মাধ্যমে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৩ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply