কক্সবাজারে মেজর সিনহার করা ডকুমেন্টারিকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়: আদালত

|

নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ।

মেজর (অব.) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে পরিদর্শক লিয়াকত আলী ও ওসি প্রদীপের ফাঁসির আদেশ ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে বিচারক বলেন, মেজর সিনহা কক্সবাজারে যে ডকুমেন্টারি ঘরানার ভিডিও নিয়ে কাজ করছিলেন সেটিকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়।

আদালত বলেন, ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ জড়িত অন্যান্য আসামিরা মনে করেছিলেন, মেজর সিনহার এই ভিডিওটি মাদক সংক্রান্ত কোনো বিষয়ের ওপর নির্মাণ করছেন। অথবা তাদের বিরুদ্ধে কোনো প্রামাণ্যচিত্র তৈরি করা হচ্ছে। এর ভিত্তিতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মেজর সিনহাকে।

বিচারক আরও বলেন, পরিদর্শক লিয়াকত আলী প্রথমে দুটি গুলি করার পর পড়ে যান সিনহা। এরপর আরও দুটি গুলি করেন লিয়াকত। পরে ওসি প্রদীপ এসে তাকে সজোরে লাথি দিলেই মূলত নিস্তেজ হয়ে পড়েন তিনি এবং পরবর্তীতে মারা যান মেজর সিনহা।

আরও পড়ুন: সিনহা হত্যার রায়: ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির আদেশ

উল্লেখ্য, এই মামালায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড, পরিদর্শক নন্দদুলালসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে এবং খালাস পেয়েছেন ৭ জন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply