ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ও ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।
আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকটি চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর বেশ কয়েটকটি সমঝোতা স্মারক সই করবে ঢাকা ও দিল্লী। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব। সেসময় রোহিঙ্গা সংকট ও তিস্তার পাণিবণ্টনসহ দ্বিপক্ষিক ও আঞ্চিলক বিষয়ে কথা বলেন তারা।
রোববার বিকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন বিজয় গোখলে। পররাষ্ট্র সচিব হিসেবে বাংলাদেশে তার এটি প্রথম সফর।
Leave a reply