সপরিবারে আত্মগোপনে জাস্টিন ট্রুডো

|

ছবি: সংগৃহীত

বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে চলে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার (৩০ জানুয়ারি) এমন দাবি করে কানাডার কয়েকটি গণমাধ্যম।

করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে কয়েকদিন ধরেই কানাডায় ট্রাক চালকদের ব্যাপক বিক্ষোভ চলছে। ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে বিভিন্ন শহর। এতে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি। পণ্য বহন না করে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় জড়ো হয়েছেন হাজার হাজার চালক।

আরও পড়ুন: ঝড়ে আটকে পড়ে মসজিদে আশ্রয়, মুসল্লিদের সাথে ইবাদত ইহুদি ব্যক্তির

ধারণা করা হচ্ছে, এর জেরেই নিরাপত্তার শঙ্কায় গোপন ঠিকানায় আশ্রয় নিয়েছেন ট্রুডো পরিবার। তবে, প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। জানানো হয়, নিরাপত্তাজনিত কারণেই প্রধানমন্ত্রীর অবস্থান কাউকে জানানোর সুযোগ নেই।

কানাডা ও যুক্তরাষ্ট্রের স্থলবন্দরগুলোতে করোনা স্বাস্থ্যবিধি ও বাধ্যতামূলক ভ্যাকসিন গ্রহণের নিয়ম প্রত্যাহারের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: ভারতে মেয়েকে ফুচকা কিনতে পাঠিয়ে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply