কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ

|

কোটা সংস্কারের দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের কে আর মার্কেট এলাকা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার রেল লাইনের কাছে এসে শেষ হয়। এসময় আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করে অবস্থান নেয়। বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ।

এর আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলতে ঘটনাস্থলে যান ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তবে আলোচনায় অবরোধ তুলে নিতে রাজি হননি আন্দোলনকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply