আফগানিস্তানে বন্ধ থাকা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে। তবে ছাত্রীরা ক্লাসে ফিরবেন কি না তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
রোববার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কথা জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী। তবে ছাত্রীরা ক্যাম্পাসে ফিরবেন কি না সে সম্পর্কে সংবাদ সম্মেলনে কিছুই বলেননি তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকী হাক্কানি জানিয়েছেন, শীত কম এমন প্রদেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো ২ ফেব্রুয়ারি ও শীত বেশি এমন প্রদেশে ২৬ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত আফগানিস্তানের বয়েজ হাইস্কুলগুলোই খুলে দিয়েছে তালেবান সরকার। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাসে ফিরতে পারেননি ছাত্রীরা।
/এসএইচ
Leave a reply