মামার সাথে দ্বন্দ্বের জেরে ভাগ্নেকে গুলি

|

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামার সাথে দ্বন্দ্ব থাকার জেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করেছে ভাগ্নেকে। রাজধানীর খিলগাঁওয়ে ঘটেছে এমন ঘটনা। দুই পায়ে গুলিবিদ্ধ শাকিল কাতরাচ্ছেন তীব্র যন্ত্রণায়। খিলগাঁও থানায় মামলা হলেও এ ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ।

দুই পায়ে গুলিবিদ্ধ শাকিল তীব্র যন্ত্রণায় কাতর। গত রোববার (৩০ জানুয়ারি) রাতে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। যার দুটি গুলি তার দুই পায়ের একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়।

ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক সন্তানের জনক শাকিল রাজধানীর খিলগাঁওয়ের ভুইয়াপাড়া এলাকায় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। উপার্জনক্ষম একমাত্র ছেলের এমন করুণ পরিণতিতে দিশেহারা শাকিলের মা জানালেন, এখন পুরো পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

ঘটনাস্থলের আশপাশের এলাকায় গিয়ে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ নেতা শুভর সাথে তৌহিদ বাবু ও নাহিদ গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ নিয়ে রোববার সন্ধ্যায় দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। পরে নাহিদ ও তৌহিদ রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে এসে নাইন এমএম পিস্তল দিয়ে শুভর ভাগ্নে শাকিলকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে খিলগাঁও থানায় তৌহিদ বাবু, নাহিদ ও জামালকে আসামি করে মামলা করেছেন। মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

নাহিদ ও তৌহিদ বাবুর বিরুদ্ধে এর আগেও মানুষকে গুলি করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, উঠতি বয়সী বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের কারণে অতিষ্ঠ খিলগাঁও এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply