Site icon Jamuna Television

তল্লাশির জন্য গাড়ি থামানোয় গুলি, জার্মনিতে দুই পুলিশ সদস্য খুন

জার্মানিতে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারি) দেশটির ফ্রান্স সীমান্তবর্তি কুজেল এলাকায় এই ঘটনা হয়। তল্লাশির জন্য একটি গাড়ি থামালে ভেতর থেকে অতর্কিতে গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান তারা।

পরে অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সড়কে টহল এবং তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন একটি গাড়ি থামানো হয়। এসময় গাড়ি থেকে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান দুজন। নিহত পুলিশ সদস্যদের একজন নারী।

এ ঘটনার পরই গোটা শহরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ করে দেয়া হয় সড়কটি। শুরু হয় তল্লাশি অভিযান। তবে গাড়িটির কোনো তথ্যই এখন পর্যন্ত সংগ্রহ করতে পারেনি প্রশাসন।

/এডব্লিউ

Exit mobile version