শীতকালীন দলবদলে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৯৫ পাউন্ড খরচ করেছে ইংলিশ লিগের ১২ ক্লাব। তবে এই দলবদলে কোচ হিসেবে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে নিয়ে চমক দেখিয়েছে এভারটন, সেই সাথে টটেনহাম থেকে ডেলে আলিকেও দলে ভিড়িয়েছে মার্সিসাইডের এই ক্লাবটি। অন্যদিকে, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেবেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, এমনটাই দাবি জার্মান গণমাধ্যমের। এদিকে, আর্জেন্টাইন আলভারেসকে দলে ভিড়িয়েছেন ম্যানসিটি। আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন পিয়েরে এমেরিক অবামেয়াং।
সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টায় সফল হয় পিএসজি। বিপরীতে ১৮ কোটি ইউরোর প্রস্তাব দিয়েও খালি হাতে ফিরতে হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। বছর ঘুরে আরও একটি গ্রীষ্মকালীন দলবদলে পাল্টাবে সেই দৃশ্যপট। অর্থাৎ, পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি জমাবেন এই ফরাসি তারকা, আর সেটিও ফ্রি এজেন্ট হিসেবে। এমন দাবি করছে জার্মান গণমাধ্যম বিল্ড। তারা জানিয়েছে, এরইমধ্যে সমঝোতা হয়েছে দু’পক্ষের মাঝে। রিয়ালে প্রতি মৌসুমে এমবাপ্পের বেতন হবে পাঁচ কোটি ইউরো।
এদিকে শীতকালীন দলবদলের শেষ দিনে তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ১ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে সিটিজেনদের হয়ে খেলবেন সবশেষ কোপা আমেরিকাজয়ী দলের এই সদস্য। তবে আগামী জুলাই পর্যন্ত ধারে খেলবেন বর্তমান ক্লাব রিভার প্লেটেই।
ফ্রি এজেন্ট হিসেবে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছে ক্রিশ্চিয়ান এরিকসেন। সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে হৃদরোগে আক্রান্ত হওয়া এরিকসেন স্বাভাবিক জীবনে ফিরলেও যোগ দিতে পারেননি ইন্টার মিলানে। শরীরে ইলেকট্রনিক ডিভাইস থাকায় ডিসেম্বরে ক্লাব ছাড়তে হয় থাকে। তবে এবার এরিকসেন পেলেন নতুন ঠিকানা। ব্রেন্টফোর্ডের হয়ে খেলবেন এই তারকা প্লেমেকার।
ফ্রি ট্রান্সফারে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দিচ্ছেন তারকা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াং। এরইমধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে কাতালুনিয়ায় পৌঁছেছেন এই গ্যাবনিজ তারকা।
প্লেয়িং টাইম পেতে গত দুই মৌসুম ধরেই সংগ্রাম করা ডেলে আলিকে ছেড়ে দিয়েছে টটেনহ্যাম। এভারটনের হয়ে খেলবেন এই ইংলিশ তারকা। বিপরীতে উরুগুয়ান মিডফিল্ডার রদ্রিগো বেনটাকার ও সুইডিশ উইঙ্গার দেজান কুলুসেভেস্কিকে দলে ভিড়িয়েছে স্পার্স।
মধ্যবর্তী দলবদলে শিরোনাম হয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। কোচ হিসেবে যোগ দিলেন ইংলিশ ক্লাব এভারটনে। স্থলাভিষিক্ত হলেন দুই সপ্তাহ আগে ছাঁটাই হওয়া রাফায়েল বেনিতেজের।
Leave a reply