সোয়াইন ফ্লুর প্রকোপে মারা হচ্ছে হাজারো গৃহপালিত প্রাণী

|

শুকর খামারগুলোয় পড়েছে সোয়াইন ফ্লুর প্রকোপ।

থাইল্যান্ডের শুকর খামারগুলোয় পড়েছে সোয়াইন ফ্লু’র প্রকোপ। ছোঁয়াচে রোগটি মোকাবেলায় মেরে ফেলা হচ্ছে হাজার হাজার গৃহপালিত প্রাণী।

গেলো বছরের শেষ নাগাদ, শুকর পালনের কাজ ছেড়েছেন দেশটির ৫৪ শতাংশ খামারী। এর ফলে, জানুয়ারির মাঝামাঝিতে গেলো ২০ বছরের মধ্যে খুচরা বাজারে সর্বোচ্চ ছিল শুকরের মাংসের দাম।

আরও পড়ুন: বিশ্বজুড়ে পালিত হচ্ছে চান্দ্র নববর্ষ, শুভেচ্ছা পাঠালেন নভোচারীরাও

দেশটির রোগ নিয়ন্ত্রক এবং পশু চিকিৎসা সংক্রান্ত বিভাগের তথ্য অনুসারে, ১৩ প্রদেশ এবং ২২টি এলাকায় শনাক্ত হয়েছে মারাত্মক ছোঁয়াচে সোয়াইন ফ্লু। গেল তিন বছরে, এ রোগটির কারণে ৩০ লাখের বেশি শুকর মেরে মাটিতে পুঁতে দিয়েছিল থাই সরকার। পাশাপাশি, ভ্যাকসিন সংকটের কারণে শক্ত অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে খামারীদের।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বাদানুবাদ এবার জাতিসংঘে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply