ইরানের চিড়িয়াখানায় বন্দী থাকা একটি সিংহী রক্ষীকে মেরে সিংহকে নিয়ে পালিয়ে গেছে। সোমবার (৩১ জানুয়ারি) ইরানের স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
জানা যায়, ইরানের আরাক শহরের চিড়িয়াখানায় কয়েক বছর ধরে একটি খাঁচায় রাখা হয়েছিল একটি সিংহ ও একটি সিংহীকে। সিংহের তেমন তেজ দেখা না গেলেও প্রথম থেকেই হুঙ্কারে গর্জনে পাড়া মাথায় করতে থাকে সিংহীটি। এভাবেই সময় কাটলেও হাল ছাড়েনি সিংহী। সুযোগ পেয়ে একদিন দ্বাররক্ষীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সে। সিংহীর হিংস্র থাবায় মৃত্যু হয় রক্ষীর। এরপর সিংহকে নিয়ে পালিয়ে যায় সিংহী।
আরও পড়ুন: দেশ রক্ষায় ইউক্রেনের নারীরা, ঘরের কাজ ছেড়ে হাতে তুলে নিলেন অস্ত্র
এদিকে খাঁচা ভেঙে রক্ষীকে মেরে ও সিংহ-সিংহীর পালানোর ঘটনায় শহরজুড়ে শুরু হয় সতর্কতা। বন্যপ্রাণ বিভাগ বেরিয়ে পড়ে তাদের খুঁজতে। পুলিশও সাহায্য করে এ কাজে। অনেক খোঁজাখুঁজির পর প্রায় ২০০ কিলোমিটার দূরে তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাওয়া যায় তাদের। এরপরই আবার খাঁচায় ঢোকানো হয় তাদের।
জেডআই/
Leave a reply