২২ মাসের এক শিশুর দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মা-খালা। শিশু অংশুমানের এখনও মা-বাবাকে চেনার বয়স হয়নি। কিন্তু তাকে নিয়েই দু’বোনের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে।
দুই কন্যার মা জেবা গুহ তার নিঃসন্তান ছোট বোনকে তৃতীয় সন্তান দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে আদালতকে জানান ছোট বোন শোভা গুহ। সনাতন ধর্ম মতে অংশুমানকে তারা দত্তকও নেন। কিন্তু হঠাৎ করেই বড় বোন ছেলেকে দাবি করে বসেন বলে অভিযোগ করেন শোভা।
শিশুটির দিদিমা রত্না রানি চন্দ্রও একই দাবি জানিয়ে বলেন, অংশুমান গর্ভে থাকা অবস্থাতেই, ছোটো মেয়েকে তৃতীয় সন্তান দত্তক দেয়ার কথা দিয়েছিলেন বড় মেয়ে। শিশু জন্মদানের সব খরচও ছোটো মেয়েই দেয় বলে দাবি রত্মা রানীর।
তবে এসব দাবিই অস্বীকার করেছেন শিশুর মা-বাবা। উল্টো তাদের অভিযোগ, ডিসেম্বর থেকে ছোট বোন অংশুমানকে আটকে রেখেছে।
শিশুটিকে আপাতত খালার হেফাজতে রেখে, বিষয়টি সমাধানে দেওয়ানী আদালতে পাঠিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ। এর আগে ২১ মার্চ শিশুটিকে তার খালার হেফাজতে দেওয়ার আদেশ দেন টাঙ্গাইল ক-অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a reply