দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনীর স্টাফ কলেজ কমান্ড্যান্টদের নিয়ে দেশে পেশাগত সামরিক শিক্ষা’র ওপর আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে মিরপুর সেনানিবাসে এ সম্মেলনের উদ্বোধন হয়। এর মূল লক্ষ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ সামনে রেখে পেশাগত জ্ঞান বিষয়ে মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা। দুই দিনের এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকার সামরিক বাহিনীর স্টাফ কলেজের কমান্ড্যান্টগন এবং মালদ্বীপ স্টাফ কলেজের প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে অংশগ্রহন করেছে।
সম্মেলনের প্ল্যানারি সেশনে তথ্য সংগ্রহ ও পরিচালনা, সাইবার ও গবেষণা কেন্দ্রের কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা ছিল। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। সম্মেলনে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ অংশগ্রহণকারী দেশগুলোর কমান্ড্যান্টদের সাথে মতবিনিময় করেন
Leave a reply