স্টাফ করেসপন্ডেন্ট:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহত জবেদ আলী (৬০) কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামের মৃত মােহাম্মদ আলীর ছেলে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় বালাবাড়ী গ্রামে এ ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বালাবাড়ী গ্রামের খলিলুর রহমান ও বাবলু মিয়া গংদের সাথে দেড় বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল একই গ্রামের শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম গংদের। কিছুদিন আগ বিরােধপূর্ণ জমিতে খলিলুর রহমানের কাছ থেকে তার বােন জামাই জবেদ আলী বোরো চাষের জন্য জমি বর্গা নেন। জমির কিছু অংশে বােরাে বীজতলা তৈরিও করেন তিনি।
মঙ্গলবার বিকেলে সেই বীজতলা দেখার জন্য জমিতে গেলে শফিকুল তার লােকজন নিয়ে বাধা দেয় জবেদকে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে শফিকুল ইসলাম ও তার লােকজনের মারপিটে ঘটনাস্থলেই মারা যায় জবেদ আলী।
এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কচাকাটা থানা পুলিশ।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, লাশের সুরতহাল করে থানায় নেয়া হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন মহিলাকেও থানায় আনা হয়। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
/এসএইচ
Leave a reply