সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে একটি দোকানে হামলা চালিয়ে ৪ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজারের একটি সু স্টোরে এই হামলা চালানো হয়। এ সময় দোকান মালিক দুলাল খলিফা (৫৫) ও তার ছেলে বাবলু খলিফা (২৫) এবং দুই কর্মচারী সুলতান (৩০) ও শাহিনকে (৩২) লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, সুমাইয়া সু স্টোরের মালিক দুলাল খলিফার ছেলে বাবলু খলিফার সাথে স্থানীয় সওদাগর পাড়ার মোহন সওদাগরের পাওনা দুই হাজার টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মোহন ফোন করে পরিচিত কয়েকজনকে ডেকে এনে লাঠিসোটা দিয়ে বাবলু খলিফা ও তার বাবাসহ আরও দুই কর্মচারীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
আরও পড়ুন: রাবিতে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু, ৫টি ট্রাকে আগুন
এ ঘটনায় চাঁচকৈড় হাটে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
এসজেড/
Leave a reply