‘মানুষ মারার নির্দেশদাতা কর্তাব্যক্তিদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত’

|

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।

মানবাধিকার সংস্থাগুলো যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়নি। নিরীহ মানুষ মারার নির্দেশদাতা সরকারের কর্তাব্যক্তিদেরও এই নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে, এনডিপিতে আয়োজিত প্রতিবাদ সভায় হাফিজউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন। তিনি বলেন, হুকুমদাতাদের বিচার না করে উল্টো বিভিন্ন সময়ে পুরস্কৃত করা হচ্ছে। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই সরকার তাকে জেলে ঢুকিয়েছে বলে দাবি করেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, অর্থপাচারের তালিকায় আওয়ামী লীগ নেতাদের সংখ্যাই বেশি।

আরও পড়ুন: সিনহা হত্যার ভয়াবহ বর্ণনা দিলেন ঘটনাস্থলে থাকা সিফাত

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ সময় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। সরকার বলেছিল, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেয়া হবে বিনামূল্যে। খালেদা জিয়া ৮১ দিন ছিলেন হাসপাতালে। তার চিকিৎসার ব্যয়ভার আপনারা পরিশোধ করবেন তো?

আরও পড়ুন: দুপুর ৩টার মধ্যে কিডনি হাসপাতালে ডায়ালাইসিস চালুর ঘোষণা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply