সিরিয়া ইস্যুতে আবারও রুশ-মার্কিন পাল্টাপাল্টি হুমকি’তে উত্তপ্ত হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ছয়টি দেশের আহ্বানে জরুরী বৈঠক বসে নিরাপত্তা পরিষদে।
এসময়, দুমায় রাসায়নিক গ্যাস হামলার ঘটনায় আসাদ প্রশাসনকে দায়ী করে রাশিয়া এবং সিরিয়ান সামরিক অবস্থানে হামলার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের অভিযোগ, বিদ্রোহীদের দমনের নামে নিরপরাধ শিশু এবং বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলা চালাচ্ছে আসাদ সরকার। আর এই বর্বরতায় মূল কালকাঠি নাড়ছে রাশিয়া।
এতে ক্ষোভে ফেটে পড়েন রুশ প্রতিনিধি। বলেন, রুশ অবস্থানে কোনো আঘাত আসলে পাল্টা জবাব দিতে এক মূহুর্তও দেরী করবে না মস্কো। রাসায়নিক হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্রের সাজানো নাটক বলেও অভিযোগ করেন রুশ প্রতিনিধি।
শনিবার, দুমায় বিমান হামলায় প্রাণ হারায় শিশুসহ অন্তত ৮৫ জন।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply