কোহলির আরেক অর্জনে ভাগ বসানোর দ্বারপ্রান্তে রোহিত

|

ছবি: সংগৃহীত

অধিনায়কত্বের পর এবার ভিরাট কোহলির আরও এক অর্জনে ভাগ বসানোর সুযোগ রোহিত শর্মার সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দু’টিতে ম্যাচ সেরা হলেই কোহলিকে টপকে যাবেন রোহিত।

এখন পর্যন্ত ৯৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১২টিতে ম্যাচ সেরা হয়েছেন ভিরাট, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে ১১ ম্যাচে সেরা হয়ে তার ঠিক পরেই আছেন রোহিত শর্মা। তাই উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে অন্তত দু’টিতে সেরা হতে হবে তাকে। তাহলেই টপকে যাবেন ভিরাট কোহলিকে।

আরও পড়ুন: মেসিকে টপকে গেলেন সুয়ারেজ

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ভারতীয়দের মধ্যে সেরা হওয়ার দ্বারপ্রান্তে এখন রোহিত। যদিও ১৩ বার ম্যাচ সেরা হয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তাকে টপকে যেতে ভিরাট কোহলির দরকার দুই ম্যাচে সেরা হওয়া। বিপরীতে রোহিতকে তিন ম্যাচেই সেরা হতে হবে।

আরও পড়ুন: রমিজ রাজা ক্রিকেট বোঝেন না, বিস্ফোরক মন্তব্য হাফিজের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply