Site icon Jamuna Television

লাইফ সাপোর্টে হাত হারানো রাজীব

রাজধানীতে দুই বাসের চাপায় ডান হাত হারানো সরকারি তিতুমীর কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে চড়ে রাজধানীর মহাখালী সরকারি তিতুমীর কলেজে যাচ্ছিল রাজীব।

পথে কারওয়ানবাজার এলাকায় দুটি বাসের ঘষায় ডান হাত হারান তিনি। তাকে উদ্ধার করে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে বুধবার ঢামেক হাসপাতালে নেয়া হয়।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version