‘আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বিভেদ তৈরির ষড়যন্ত্র হচ্ছে’

|

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বিভেদ তৈরির ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে বলা হয়, উপাচার্যের বাসায় ভাঙচুর চালিয়েছে স্বার্থান্বেষী একটি মহল; ঘটনার সাথে আন্দোলনকারীদের কোনো সংশ্লিষ্টতা নেই। আন্দোলনরতদের ওপর হামলাকারীদের বিচার ও বিভিন্ন হলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। সমঝোতা অনুযায়ী ৭ মে’র মধ্যে কোটা সংস্কার দাবি বাস্তবায়িত না হলে, কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে।

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রাশেদ খান বলেন, এই সুযোগে ভিসি স্যারের প্রতি যাদের আক্রোশ ছিল তারাই ভিসি স্যারকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply