সিরিয়ায় তুর্কি সমর্থিত বাহিনীর বিমান হামলা, নিহত কমপক্ষে ৭

|

ছবি: সংগৃহীত

সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সমর্থিত বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৭ জনের। আহত হয়েছের আরও ২৯ জন।

বুধবার কুর্দি বাহিনীর একাধিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এ হামলা। এর মধ্যে প্রশিক্ষণ ক্যাম্প ও অস্ত্রাগারও রয়েছে। মালিকিয়ায় ধ্বংস হয়ে গেছে একটি বিদ্যুৎ স্টেশনও।

একে অপরকে দায়ী করছে তুর্কি সমর্থিত বাহিনী ও কুর্দি যোদ্ধারা। কুর্দি যোদ্ধাদের দায়ী করে তুর্কি সমর্থিত বাহিনী। রাতভর বোমার আওয়াজ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা। প্রায় ৬০টি বিমান অংশ নেয় এ অভিযানে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইরাকের পিকেকে ও সিরিয়ার YPG গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের চলমান অভিযানের অংশ হিসেবে এ হামলা। এ দু’টি গোষ্ঠীকেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে তুরস্ক।
আরও পড়ুন: পূর্ব ইউরোপে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply