গ্রিক-তুর্কি সীমান্ত থেকে ১২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

তীব্র ঠান্ডায় মৃত্যু হওয়া ১২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়েছে গ্রিক-তুর্কি সীমান্ত থেকে। বুধবার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।

তুরস্ক জানায়, গ্রিসে প্রবেশের চেষ্টার সময় তাদের বাধা দেয় সীমান্তরক্ষীরা। এক পর্যায়ে জুতা আর শীতের কাপড় রেখে তাদের তুরস্কের দিকে পাঠিয়ে দেয়া হয়। তীব্র শীতে মারা যায় তারা। অভিবাসনপ্রত্যাশীদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় গ্রিসের সীমান্তরক্ষীদের তীব্র সমালোচনা করে তুর্কি কর্তৃপক্ষ। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে গ্রিস। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের উন্নত দেশগুলোয় যেতে অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয় দেশটি। ২০১৫-১৬ সাল থেকে এই পথে ইইউতে প্রবেশ করেছে ১০ লাখের বেশি অবৈধ অভিবাসনপ্রত্যাশী। সম্প্রতি সীমান্তে বাড়ানো হয়েছে কড়াকড়ি।
আরও পড়ুন: ভার্চুয়ালি সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, দিলেন ভয়াবহ বর্ণনা!
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply