ভোক্তা পর্যায়ে ফের বাড়লো বেসরকারি এলপিজির দাম। এখন থেকে প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ১ হাজার ২৪০ টাকা। এর বেশি দাম চাইলে ভোক্তা অধিকার কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরিকে জানানোর আহ্বান সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে অনলাইনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংবাদ ব্রিফিংয়ে দাম বৃদ্ধির এই তথ্য জানায়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানে মোহাম্মদ আব্দুল জলিল জানান, শুধুমাত্র সৌদি কন্ট্রাক্ট প্রাইস- সিপির ভিত্তিতে এই দাম বাড়ানো হলো। প্রতি মেট্রিক টন এলপিজি ৭৭৫ ডলার হিসেবে ধরে ভোক্তা পর্যায়ে এর দাম হয় কেজিতে ১০৩ টাকা ৩৪ পয়সা।
তিনি বলেন, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারি এলপিজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ১০০ টাকা ১০ পয়সা। আর ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য প্রতি লিটারে ৫৭.৮১ পয়সা। আজ সন্ধ্যা ৬টা থেকে এই মূল্য কার্যকর হবে।
ইউএইচ/
Leave a reply