জিন থেরাপির মাধ্যমে ব্লাড ক্যান্সারের নিরাময় সম্ভব: গবেষণা

|

এক দশক জিন থেরাপির পর লিউকেমিয়া থেকে সেরে উঠেছেন ডাগ ওলসন। ছবি: সংগৃহীত

জিন থেরাপির মাধ্যমে ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়ার নিরাময় সম্ভব। গত বুধবার (২ ফেব্রুয়ারি) নেচার জার্নালে প্রকাশিত প্রবন্ধে এমন দাবি জানান পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা।

নেচারে প্রকাশিত প্রবন্ধে দু’জন ক্যান্সার আক্রান্ত রোগীর উল্লেখ রয়েছে। জিন থেরাপির মাধ্যমে গেলো ১০ বছর ধরে এই দুই রোগীর চলছে চিকিৎসা। এ পদ্ধতিটির মাধ্যমে আনুবীক্ষণিক ক্যান্সার সেল ধ্বংসে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ কোষে আনা হয় রূপান্তর। এর জন্য, ‘সি এ আর- টি’ সেলকে বেছে নিয়েছেন গবেষকরা। দাবি করা হয়, দুই রোগীর ওপর এক দশকের বেশি সময় চিকিৎসা পদ্ধতিটি প্রয়োগের পর, তারা বর্তমানে সম্পূর্ণ ক্যান্সারমুক্ত।

আরও পড়ুন: আর্জেন্টিনায় বিষাক্ত কোকেইন খেয়ে ১৬ জনের মৃত্যু

ট্রায়ালে অংশ নেয়া রোগী ডাগ ওলসন বলেছেন, চিকিৎসা পদ্ধতির নতুন দ্বার উন্মোচনে অবদান রাখতে পেরে তিনি গর্বিত।

আরও পড়ুন: ভার্চুয়ালি সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, দিলেন ভয়াবহ বর্ণনা!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply