Site icon Jamuna Television

জনসংযোগের উদ্দেশ্যে আ. লীগ লবিস্ট ফার্ম নিয়োগ করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জনসংযোগের (পাবলিক রিলেশন) উদ্দেশ্যে আওয়ামী লীগ লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। আওয়ামী লীগ মনে করে না, টিপিক্যাল লবিস্টের প্রযোজন আছে। বিএনপির মতো লুকিয়ে কিছু করব না। জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিতা থাকবে। গোপন এজেন্ডা থাকবে না।

র‍্যাব এবং বাহিনীটির সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাকে পুঁজি করে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা দেবে না। র‍্যাব আমাদের গর্বের প্রতিষ্ঠান, তাদের রক্ষা করা রাষ্ট্রীয় দায়িত্ব। কী কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং এর ব্যাপ্তি কতটুকু তা লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে। তারা জবাব দিবে, বলেছেন।

নিষেধাজ্ঞা তুলে নিতে কী কী করণীয়, তা নিয়ে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ চলছে বলে জানিয়েছেন শাহরিয়ার আলম।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা তুলতে ল ফার্মগুলোর সঙ্গে কাজ করার চিন্তাভাবনা চলছে। মার্কিন প্রশাসনকে নিষেধাজ্ঞা দেয়ার যুক্তি দিতে হবে। এ নিয়ে তাদের ব্যাখ্যা করতে হবে। যুক্তরাষ্ট্রের মতো বন্ধু দেশের কাছে প্রত্যাশা করতেই পারি, তারা এর বিস্তারিত কারণ আমাদের জানাবে।

Exit mobile version